উদিত দুঃখের দেশ

 উদিত দুঃখের দেশ, হে কবিতা হে দুধভাত তুমি ফিরে এসো !

মানুষের লোকালয়ে ললিতলোভনকান্তি কবিদের মতো

তুমি বেঁচে থাকো

তুমি ফের ঘুরে ঘুরে ডাকো সুসময়!

রমনীর বুকের স্তনে আজ শিশুদের দুধ নেই প্রেমিক পুরুষ তাই 

দুধ আনতে গেছে দূর বনে!

শিমুল ফুলের কাছে শিশির আনতে গেছে সমস্ত সকাল!

সূর্যের ভিতরে আজ সকালের আলো নেই সব্যসাচীর তাই 

চলে গেছে , এখন আকাল

কাঠুরের মতো শুধু কাঠ কাটে ফল পাড়ে আর শুধু খায়!


উদিত দুঃখের দেশ তাই বলে হে কবিতা , দুধভাত তুমি ফিরে এসো,

সূর্য হোক শিশিরের ভোর, মাতৃস্তন হোক শিশুর শহর!


পিতৃপুরুষের কাছে আমাদের ঋণ আমরা শোধ করে যেতে চাই!

এইভাবে নতজানু হতে চাই ফলভারানত বৃক্ষে শস্যের শোভার দিনভর

তোমার ভিতর ফের বালকের মতো ঢের অতীতের হাওয়া

খেয়ে বাড়ি ফিরে যেতে চাই !


হে কবিতা তুমি কি দ্যাখোনি আমাদের ঘরে ঘরে তাঁতকল?

সাইকের পথিক?


সবুজ দীঘির ঘন শিহরণ? হলুদ শটির বন? রমণীর রোদে

দেয়া শাড়ি? তুমি দ্যাখোনি আমাদের 

আত্মহুতি দানের যোগ্য কাল! তুমি কি পাওনি টের

আমাদের ক্ষয়ে যাওয়া চোখের কোণায় তুমি কি বোঝো নি আমাদের

হারানোর, সব হারানোর দুঃখ - শোক? তুমি কি শোনোনি ভালোবাসা

আজও দুঃখ পেয়ে বলে, ভালো আছো হে দূরাশা , হে নীল আশা?

সূচীতে ফিরে যান

No comments:

Post a Comment