যতই জপি আঁধার ঘরে বসে হরি ওঁ
সাতমহরার অলীক বাড়ি, হাওয়ার বাগান, নিদ্রা ওঁ
ফুরফুরে এই জীবন পালের ফুলে ওঠা বক্ষটায়
তবুও সাধের আলবাট্রাস রক্তস্বেদে মুখ লুকায় !
খিলে আঁটা এই দুয়ার খুলে কেমনে ঘুরি ত্রিভূবন
বাদ সেধেছে ঘরের দুখী, শূন্য ভাঁড়ার, রুগ্ন বোন,
হেই বাবা ও বাউল গোসাই এক তারার এই নিত্য ভোল
অতিন্দ্রিয়ে তবুও এমন লাগায় কেন গন্ডগোল?
দেহের ক্ষুধা, রাতের ক্ষুধা, গহনসূবাস তার ক্ষুধায়
জরায় কেন ঘৃণা ভীষণ ভালোবাসা অহিংসায়?
পর্দা ওঠা ভুল নাটকের ঈষৎ হাসির হরি ওঁ
সাতমহলার অলীক বাড়ি, হাওয়ার বাগান, নিদ্রা ওঁ
শুধুই অধম ছলাকলায় অবহেলায় স্বপ্ন যার
বিস্বাদে তার ভালোবাসা? ঊরুর কুয়োর ডুব সাঁতার?
No comments:
Post a Comment