রাজা যায় রাজা আসে

উৎসর্গ
আমার মা
আমার মাতৃভূমির মতোই অসহায়

প্রথম প্রকাশ ডিসেম্বর ১৯৭৪

সূচী_____________________

জন্ম মৃত্যু জীবনযাপন 
ব্লেড 
মাতৃভাষা 
বৃষ্টি চিহ্নিত ভালোবাসা 
উচ্চারণগুলি শোকের 
শান্তিকল্যাণ 
নিঃসন্দেহ গন্তব্য
ঘৃণা 
স্বাতীর সঙ্গে এক সকাল  
ব্যক্তিগত পোশাক পরলে 
মেঘেরও রয়েছে কাজ 
একলা বাতাস 
গাছগুলো 
শীতে ভালোবাসা পদ্ধতি 
স্মৃতিকথা 
প্রত্যাবর্তনের সময় 
রুপসনাতন 
অন্তর্গত মানুষ 
বদলে যাও, কিছুটা বদলাও 
একমাত্র কুসংস্কার 
বয়ঃসন্ধি 
মৌলিক পার্থক্য 
সেই সুখ  
অসভ্য দর্শন 
একটা কিছু মারাত্বক 
দূরযাত্রা 
মিসট্রেস : ফ্রি স্কুল স্ট্রীট 
শিকড়ে টান পড়তেই  
অগ্নি দহন বুনো দহন 
প্রতিক্ষার শোকগাথা 
কথা দিয়েছিলি কেন, বলেছিলি কেন 
ফেরার আগে  
সাইকেল 
ক্লান্ত কিশোর তোমাকে ভীষণ ক্লান্ত দেখায় 
স্রোতে রাজহাঁস আসছে 
মানুষ
























 

6 comments:

  1. ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ কবি আবুল হাসানের কবিতার অনেকটা কাছে নিয়ে যাওয়ার জন্য। এই প্রচেষ্টা এবং পরিশ্রমকে সাধুবাদ জানাই।

    ReplyDelete
  2. সাধুবাদ জানাবার জন্য আপনাকেও ধন্যবাদ! আবুল হাসান এবং তাঁর কবিতার প্রতি ভালবাসা থেকেই এই পরিশ্রম করবার অনুপ্রেরণা পেয়েছি ! সব গুলো কবিতা যেদিন প্রকাশ করতে পারবো সেদিন হবে আমার খুব আনন্দের দিন। সাথে থাকবার জন্য আবারও ধন্যবাদ। আমার এই ব্লগটিকে ছড়িয়ে দিন সবার মাঝে। এখানে থেকে ফেসবুকেও শেয়ার করতে পারেন !

    ReplyDelete
  3. অনেক দিন হ'লো আবুল হাসানের রচনা সমগ্রটা হারিয়ে ফেলেছি । এবার বইমেলায় 'বিদ্যা প্রকাশ' এ খোঁজ নিয়েছি নতুন একটা কপির জন্য। ওরা বলছে আসবে । জানিনা সত্যি আসবে কিনা । দুই একদিন পর পর যাচ্ছি 'বিদ্যা প্রকাশ' এ । এক সময় আবুল হাসানের সবগুলো কবিতা এখান থেকে পাব এই আশায় থাকলাম । সাধুবাদ জানাই আমার প্রিয় কবির কবিতার জন্য এই প্রচেষ্টাকে -সাথে সাথে কৃতজ্ঞ অপরিসীম ।

    ReplyDelete
  4. বাংলা কবিতা- রাজা যায় রাজা আসে..এই সম্পূর্ণ কবিতাটি খুঁজছি আমি

    ReplyDelete
  5. এক বসায় শেষ করে ফেললাম।
    কিছুদিন ধরে আবুল হাসানের যে তুমি হরণ করো এবং রাজা যায় রাজা আসে বইদুটি খুঁজছিলাম। বই পেলাম না ঠিকই। তবে এখানে এটি পুরোটা পড়া হল। খুবই ভালো লাগলো।
    অসংখ্য ধন্যবাদ আপনাকে 💖

    ReplyDelete