শান্তিকল্যাণ

কেবল শান্তির শর্তে লোকগুলো যার যার
বদলে বদলে নেবে,
সময়ের রাস্তাঘাট
ব্যবহৃত দালান দোকান-পাট
বদলে বদলে নেবে,

কেবল শান্তির শর্তে লোকগুলো যার যার
বদলে বদলে নেবে,
রাজা রাণী, রাজমহিষীর ঘোড়া
বদলে বদলে নেবে,

কেবল শান্তির শর্তে নদী থেকে নদী
শিমুলের তূলো থেকে তূলো
মানুষের মুখ থেকে মুখ আর
মোমের আগুন, হাত, ভালোবাসা হবে;
কেবল শান্তির শর্তে প্রেমিকারা, মহিলারা
কিশোরীরা খোপা খুলে দেবে,
ভাসবে কোমল ঘ্রাণে, আসবে ময়ূর ! 



           

 
   

No comments:

Post a Comment