রুপসনাতন

(সিকদার আমিনুল হককে)

এসেছিস তো কি হয়েছে? কিছুই হয়নি, দ্যাখ
ঐ তো আচ্ছন্ন ঘাস, ধানী জমি, ঐতো কোমল  নৌকো, ধরিত্রী আকাশ ! 

এসেছিস তো কী হয়েছে? কিছুই হয়নি দ্যাখ,
ঐ তো ডাকছে পাখি, জ্বলছে যৌবন, চাঁদ , ঐ তো জোনাকী

যাবি তো কাঁদিস কেন? কিছুই কান্নার নেই শোন্‌
শরীরে নক্‌শী কাঁথা , মাটির কলস রইলো ফুলদানি কয়েকটি কলম ! 

যাবি তো থামিস কেন? কোথাও থামার নেই,আর
ঐতো নৌকো যায়, মাটির কলস যায়, ফুলদানি যায় ! 


No comments:

Post a Comment