ফেরার আগে

(গোলাম সাবদার সিদ্দিকীকে)
এ কথা তো ঠিকই 
ফেরার সময় হলে যা যার মন্তব্যে ফিরে যাবো।
কিন্তু তার আগে এই অন্ধকার 
আলোর ভিতরে আলো
সমাজের ভালো মানুষের সমস্ত জমকালো খেলা 
নারীর নিকটে গিয়ে এক আধরাত্রিবেলা
ভালোবাসা, জীবনযাপন!
জনতায় হাত ফেলে উত্তোলন,
যৌবনের কাছে কারো ফেলে আসা আর এক যৌবন,
আকাশের সুবিস্তৃত শূন্যতায় সহিষ্ণু ভুবন যদি পাই
তার ভাইকে যদি ভাই বলে ডাকি 

যদি দেখি, না,-
নারী তার অলঙ্কার 
মাঠ তার তৃণের সবুজ 
শিশু তার ত্রিভুজ-শুভ্রতা পেয়ে গেছেজ;

যদি দেখি, না-
পৃথিবীর কোথাও এখন আর যুদ্ধ নেই , ঘৃণা নেই , ক্ষয়ক্ষতি নেই

তাহলেই হাসতে হাসতে যা যার আপন ঘরে 
আমরাও ফিরে যেতে পারি! 

হাসতে হাসতে যা যার গন্তব্যে আমরা ফিরে যাতে পারি!

No comments:

Post a Comment