ফটোগ্রাফের বদৌলতে আজ পুরনো একটি
দৈনিক পত্রিকায় তোমাকে দেখলাম,
বুড়ো সুড়ো গাছের নীচে
বসে বসে ভিটাকোলা খাচ্ছো,
দু'একটি বিদেশী পত্রিকা
পড়ে আছে তোমার টেবিলে
পড়ে আছে সিগ্রেটের বাক্স,
একটি নীল বল পয়েন্টের কলম
কিন্তু ঐ লোকটা কে ?
বদমাশ নাকের উপর চশমা
হো হো হাসছে ,
প্রেমিকের মতো ব্যবহার কোরছে?
ফটোগ্রাফের বদৌলতে
বহুদিন পর তোমাকে দেখলাম এ্যালবামে,
কিন্তু ঐ লোকটা কে ?
হো হো হাসছে
বদমাশ নাকের উপর চশমা ?
প্রেমিকের মতো ব্যবহার কোরছে
স্টুপিড ঐ লোকটা কে? ঐ লোকটা কে?
No comments:
Post a Comment