এই কবিতা তোমার মতো সহজ থাকুক সুশিক্ষিতা,
এর গায়ে থাক রাত্রি জাগার একটু না হয় ক্লান্তি হলুদ,
জিভ দিয়ে জিভ ছোঁয়া চুমোর গন্ধ থাকুক এই কবিতায়।
সাদাসিদে যেনো বা কোনো গিন্নি মেয়ে
করম সকম তালবাহানার ধার ধারেনা এই কবিতা।
কেবল ঘরের রঙ্গীন ধূলি মাখায় কালি সারাটি গায়ে
উল্টোপাল্টা শব্দ ও - রং যার কোনোই মানে হয়না,
তবুও তাকে ভালো লাগে, তবুও তাকে মিষ্টি দেখায় !
এই কবিতা তোমার মতো সমালোচকের ভুলশোষকের
শাষনত্রাশন ভেঙে ফেলে, মুখের উপর থুথুড়ি দেয় ;
ইচ্ছে হলেই শিল্প দেখায় রক্ত মাখায় এই কবিতা !
No comments:
Post a Comment